মোঃ রুবেল মিয়া (ধোবাউড়া প্রতিনিধি) ময়মনসিংহের ধোবাউড়ায় সদর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গত (১৪ এপ্রিল) শুক্রবার সকাল থেকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল দায়িত্বরত ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে নিয়ে ধোবাউড়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৪ হাজার ৫ শত ৩৭ জন কার্ডধারীর মাঝে জন প্রতি ১০কেজি করে ৪৫.৩৭০টন চাল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান, প্রকল্প বাস্বায়ন কর্মকর্তা বেগম শাহীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।