মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামাউস কর্তৃক বাস্তবায়িত নিরাপদ মৎস উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের আওতায় “কালো সৈনিক পোকা” উৎপাদন বিষয়ে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন গ্রামাউসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক। এতে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন ড. মোঃ আব্দুস সালাম, প্রফেসর এ্যাকুয়াকালচার বিভাগ, মৎস অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। গ্রামাউস ট্রেনিং সেন্টার ময়মনসিংহের প্রশিক্ষণ কক্ষে (৩০ এপ্রিল) রোববার জেলার বাছাইকৃত ১২ জন উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে চাষীগণ স্বল্প খরচে “কালো সৈনিক পোকা ” উৎপাদন করবেন যা মাছের পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করা হবে। যার ফলে বাজার থেকে মাছচাষীদের মাছের জন্য খাবার ক্রয় করতে হবে না।