(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মোঃ ইয়াহিয়া একটি হুইল চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছিলেন না। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বিষয়টি জানার পর তার জন্য দ্রুত একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। ৮ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা প্রদান করা হয়েছে। এ ধরনের মানবিক কাজের জন্য তিনি ইতিপূর্বেও প্রশংসিত হয়েছেন।