মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু।