মোঃ রুবেল মিয়া (ধোবাউড়া প্রতিনিধি) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ মে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার ব্রীজ মোড়ে যত্রতত্র অটো দাড়িয়ে থাকায় যানজট সৃষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মিষ্টি খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার মিশ্রণ, পণ্যের মেয়াদোর্ত্তীর্ণ ও কয়েকটি ফার্মেসীতে ওষুধের মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় বিভিন্ন দোকানিকে মোট ২৬ হাজার জরিমানা করা হয়েছে। ধোবাউড়া উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী নিশাত শারমীন বলেন, ব্যবসায়ীদেরকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।