(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোলের সভাপতিত্বে ও ফুলপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভজন বিহারী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ২২ থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে।