1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন

গাজীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

(ফুলতারা রিপোর্ট) গাজীপুর, ২৯ মে,২০২৩: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম।

বিএমএসএফ এর জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও আহবায়ক সদস্য হাসান আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএমএসএফ অন্যতম সাবেক সদস্য ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক টিটু কান্তি কর,সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার রেনু।

অনুষ্ঠান অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, যুগান্তর প্রতিনিধি এমআর নাসির, সাংবাদিক আরিফ হোসেন মৃধা, মো. আশরাফুল আলম মন্ডল, মো. নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান পদ্ম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় বিএমএসএফের আগামী কমিটি হবে সাহসী,দক্ষ ও যোগ্য নেতৃত্বের সমাহার। জুনেই এ কমিটি গঠন করা হবে। তিনি সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD