1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১১ অপরাহ্ন

তারাকান্দায় বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা ও ভাংচুর, ১৪৪ ধারা জারি

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের তারাকান্দায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা, ভাংচুর, গুলি বর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় মিছিল সমাবেশ নিষিদ্ধ করে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। জানা যায়, গত বৃহস্পতিবার (১ জুন) রাত ৮ টার দিকে নৌকার সমর্থিত প্রার্থী এডভোকেট ফজলুল হকের সমর্থিত লোকজন বিদ্রোহী প্রার্থী নূরুজ্জামান সরকার বকুলের বাসস্টেশন এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এতে প্রায় ১৮ জন আহত হয় এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি ভাবে রাস্তা অবরোধ করেন। এসময় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ২ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিদ্রোহী প্রার্থী নূরুজ্জামান সরকার জানান, নৌকার মিছিল থেকে আমার লোকজনের উপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। এতে আমার ১০ জন সমর্থক গুলিবিদ্ধসহ ১৮ জন আহত হয়েছে। এছাড়া ১৬ টি মটরসাইকেল ভাংচুর ও ৬ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী এডভোকেট ফজলুল হক জানান আমার শান্তিপূর্ণ মিছিলে ঘোড়ার সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এতে আমার ৭/৮ জন সমর্থক আহত হয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD