মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, সবাই মিলে করি পন বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে (৫ জুন) সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহ আল বাকী, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরা খাতুন, ফুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন রিটা প্রমুখ। এছাড়া কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।