মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুর, ময়মনসিংহের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু। এ বছর মেলার ১৬ টি স্টলে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ফলজ-বনজ বৃক্ষের চারা, ধানের চারার লাইন প্রদর্শনী, বীজের অংকুরোদগম পরীক্ষা, হলুদ ও বেগুন চাষের প্রদর্শনীসহ নানান প্রজাতির আম প্রদর্শিত হয়েছে।