(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের তারাকান্দায় (১২ জুন) সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক (নৌকা) মার্কায় ২৬ হাজার ৭৬৮ ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল (ঘোড়া) মার্কায় ২২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল (হাতপাখা) মার্কায় ১৯ শত ৩১ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী এস এ মাসুদ তালুকদার (লাঙ্গল) মার্কায় ১৭ শত ৩৫ ভোট পেয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু হুরায়রা তালুকদার (চশমা) মার্কায় ২৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান শামীম (টিউবওয়েল) মার্কায় ১৫ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন। এছাড়া নজরুল ইসলাম চৌধুরী (তালা) মার্কায় ১৪ হাজার ৪১৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন (পদ্মফুল) মার্কায় ২৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনা বেগম বেবি (কলস) মার্কায় ২৩ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিলো ১ শত ৪ টি। নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় ভোট প্রয়োগের শতকরা হার ছিলো ২০ দশমিক ৭১% (পারসেন্ট)।