মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ- ২০২৩ প্রতিযোগিতায় ফুলপুরের মৌমিতা হক ইফতি জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেছে। সে ফুলপুর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও পৌরসভার আমুয়াকান্দা গ্রামের মুঞ্জুরুল হকের মেয়ে। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম হওয়ার পর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান (১৩ জুন) মঙ্গলবার তাকে অভিনন্দন জানিয়েছেন।