মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) কর্তৃক পরিচালিত প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচী পিকেএসএফ এর সহযোগিতায় (১৫ জুন) বৃহস্পতিবার উপজেলার ফুলপুর ইউনিয়নে ৪ জন প্রবীণের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়া ২ জন বীরাঙ্গনাসহ ৫ জনকে শ্রেষ্ঠ প্রবীণ এবং পিতামাতা ও প্রবীণদের ভালবেসে সম্মান করেন এমন ৫ জন যুবককে শ্রেষ্ঠ প্রবীণ সন্তানের পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর নির্বাহী পরিচালক ও সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক। গ্রামাউস পরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক ফকির (রাসেল), সাবেক চেয়ারম্যান প্রবীণ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খোকা, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ সচিব মোস্তফা কামালসহ ইউপি সদস্যবৃন্দ ও গ্রামাউস সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।