1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:২২ অপরাহ্ন

ফুলপুরে জমে উঠেছে ঈদ কেনাকাটা

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। প্রায় সবধরনের পণ্যের দোকানেই লেগেছে কেনাকাটার ভীড়। ব্যবসায়ীরা নিত্য নতুন হরেক রকম পণ্যে সাজিয়েছেন দোকানগুলো। অনেক ব্যবসায়ী ঈদের আমেজে লাল-নীল রঙ্গের বাতি দিয়েও আলোকসজ্জা করেছেন। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেশী। তবে ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারীজ ও মুদি দোকানেও মানুষজনের ভীড় লক্ষ্যণীয়। শুক্রবার (২৩ জুন) ফুলপুর বাসস্টেশন ও আমুয়াকান্দা বাজারের বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে দেখা গেছে, ঈদ কেনাকাটায় সকল দোকানেই মহিলাদের উপস্থিতি বেশী। একজন মহিলা ক্রেতা জানান, পরিবারের কর্তা অন্য কাজে ব্যস্ত থাকায় পরিবারের লোকজনদের নিয়ে আমি নিজেই এসেছি ঈদের কেনাকাটা করতে। তবে কাপড়ের দাম আগের চেয়ে অনেকটাই বেশী মনে হচ্ছে। ফুলপুর বাসস্টেশন এলাকার নিউ আশিক বস্ত্রালয়ের মালিক আনিছুর রহমান জানান, বর্তমানে যেকোনো কাপড় আগের চেয়ে অনেক বেশী দামে কিনতে হচ্ছে। তাই কেনা দামের সাথে মিল রেখে কম লাভেই সব ধরনের কাপড় বিক্রি করছি। মার্কেটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ উপলক্ষে রাস্তায় ও পৌর এলাকার মার্কেটগুলোতে চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে থানা পুলিশ বিশেষ তৎপর রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD