মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (৭ জুলাই) শুক্রবার বিকেলে সংগঠনের শিববাড়ী রোডস্থ কার্যালয়ে সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আকবর আলী আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টামন্ডলীর সদস্য গ্রামাউস নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক, ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আজিজুর রহমান, ফুলপুর সিটি স্কুলের পরিচালক লিপি চাকলাদার। আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি শামছুল আলম, হাবিবুর রহমান মড়ল, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক মানিক, সহ সম্পাদক জিয়াউর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম নিপু, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাপসী সাহা, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আকিকুল ইসলাম ফকির, সদস্য আশরাফ ফরায়েজী, এইচ এম সুরুজ, লিপি চাকলাদার, টুম্পা চক্রবর্তী, ফাতেমা আক্তার, মোহাম্মদ মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন প্রমুখ।
এসময় হরেক রকম সিজনাল ফল দিয়ে উপস্থিতিগণকে আপ্যায়ন করা হয়। উল্লেখ্য যে, সংগঠনটি প্রতি বছরই উক্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকে।