মোঃ মিজানুুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার আমুয়াকান্দা বাজার প্রাইমারি স্কুল রোডস্থ হুফফাজুল কোরআন নূরিয়া মাদ্রাসায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক হাফেজ নূর হোসাইন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ফুলপুর থানার এসআই আব্দুল খালেক, ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক আকিকুল ইসলাম, সেলিম রানা, জুয়েল রানা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে হাফেজ মাওলানা লোকমান হোসাইন, নুরুদ্দীন তালুকদারসহ মাদ্রাসায় অধ্যয়নরত ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীর সাহেব ফুলপুরী।