(ফুলতারা রিপোর্ট) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) তহবিল দ্বারা বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে (২০ জুলাই) বৃহস্পতিবার উপজেলা চত্বরে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিসিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, পৌর মেয়র আবু বকর ছিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।