মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) ময়মনসিংহের ফুলপুরে কিন্ডারগার্টেন স্কুলে গাছের চারা বিতরণ করেছে সবুজ ফুলপুর নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। (২৯ জুলাই) শুক্রবার উপজেলার ঠাকুর বাখাই প্রতিভা কিন্ডারগার্টেন স্কুলে ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা বিতরণ করেন, সবুজ ফুলপুরের প্রতিষ্ঠাতা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসান। ফুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রুবায়ুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক কোষাধ্যক্ষ জুব্বার আলী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফুলপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্কুল পরিচালক মাজেদুল আলম তালুকদার লিপন।