(ফুলতারা রিপোর্ট) জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য মুসলিম টাইমস’এর নির্বাহী সম্পাদক জনাব এমএম রহমাতুল্লাহ`র পিতা বরিশাল জেলা নিবাসী ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম মিয়া ওরফে নসু ডাক্তার বুধবার ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। `ডাঃ নজরুল ইসলাম মিয়া ১৯ জুলাই, ২০২৩ সকাল ৯টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন` মরহুমের ২য় ছেলে মাস্টার মোঃ ওবায়েদুল্লাহ মিয়া এ তথ্য জানান। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে গত শনিবার রাতে ভর্তি করা হয়েছিল। এর আগে, ১২ জুলাই ব্রেন স্ট্রোক করার পরে তাকে হিজলা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্রোকের পাশাপাশি কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। ড. নজরুল ইসলাম মিয়া বরিশাল জেলার একজন সুপরিচিত চিকিৎসক ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। মহিষখোলা সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, পুতি-পুতনি ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুকে সাংবাদিক মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক নেতৃবৃন্দ ডাঃ নজরুল ইসলাম মিয়া`র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের সন্তানেরা তার মাগফিরাতের জন্য সবার নিকট দুয়া কামনা করেন।