(ফুলতারা রিপোর্ট) ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আলদুহাইলান শুক্রবার ইংরেজি দৈনিকের সম্পাদকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা, আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়। মতবিনিময় সভা শেষে সিনিয়র সাংবাদিকদের সম্মানে ডিনারের আয়োজন করেন রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আলদুহাইলান।
মতবিনিময় সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডেইলি সান-এর সম্পাদক রেজাউল করিম লোটাস, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিজনেস আই`র সম্পাদক ফরিদা ইয়াসমিন, মাই টিভি`র চেয়ারম্যান ও এমডি নাসির উদ্দীন সাথী, ইকোনমিক এক্সপ্রেস-এর সম্পাদক আমির হোসেন জনি, দ্য মুসলিম টাইমসের নির্বাহী সম্পাদক এমএম রহমাতুল্লাহ, ওয়ার্ল্ড রিপোর্ট-এর প্রধান সম্পাদক আবদুল খালেক খন্দকারসহ প্রমূখ।