মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরের কৃতিসন্তান রিয়াদ আহমেদ সফলতার সাথে পাইলট ট্রেনিং কোর্স শেষ করে বুধবার (৩০ আগস্ট) নিজ গ্রাম আমুয়াকান্দায় ফিরেছেন। তিনি ফিলিপাইন এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমি থেকে (CPL-IR) সার্টিফিকেট অর্জন করেছেন। রিয়াদ আহমেদ ফুলপুর পৌরসভার সানবীম প্রি-ক্যাডেট হাই স্কুল ও জেলার রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি ময়মনসিংহের এডভান্সড রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে ২০২২ সালে ফিলিপাইন ভিত্তিক এয়ারওয়ার্কস্ এভিয়েশন একাডেমিতে ভর্তির সুযোগ পেয়ে ফিলিপাইনে চলে যান। এভিয়েশন একাডেমিতে বিমান, আবহাওয়া, আকাশপথ, বিমানবন্দর, রেডিও, স্বাস্থ্য, পরিকল্পনা এবং বিমানের কার্যক্ষমতাসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন এবং দক্ষতার সাথে ২০০ ঘন্টারও বেশী সময় বিমান উড়িয়ে ট্রেনিং কোর্সটি সম্পন্ন করে পাইলট হন। ২২ বছর বয়সী এ তরুণ পাইলট ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আমুয়াকান্দা (কলের বাড়ির) গ্রামের হাজী সুলতান আহমেদের ৩য় ছেলে। তার এ সফল অর্জনে নিজ গ্রাম ও পরিবারে বইছে আনন্দের বার্তা। বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও সংবর্ধনা। পাইলট রিয়াদ আহমেদ বলেন, আমি পেশাগত দক্ষতা এবং সততার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি মানব সেবায় আত্মনিয়োগ করতে চাই।