1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

এক মসজিদেই ৩৩ বছর

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর, ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত আমুয়াকান্দা বাজার জামে মসজিদ। এটি শুধু একটি মসজিদ নয় বরং এটিকে আমুয়াকান্দা গ্রাম ও আশপাশের মানুষজনের হৃদপিন্ডও বলা হয়ে থাকে। ঐতিহ্যবাহী প্রাচীনতম এ মসজিদটির সেই হৃদপিন্ডের স্পন্দনটির নাম হচ্ছে হযরত মাওলানা মেরাজুল হক (দা:বা:)। যিনি একাধারে ৩৩ বছর ধরে উক্ত মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। ধার্মিক ও সৎ মানুষদের মধ্যে তিনি অন্যতম একজন। ধর্মীয় জ্ঞানের জন্য তিনি ময়মনসিংহ জেলাসহ সারাদেশেই অত্যন্ত সুপরিচিত। আমুয়াকান্দাবাসীর কাছে তিনি সকলের পরিবারের সদস্যদের মতোই। খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন। সকলের সাথে বন্ধুুসূলভ আচরণ করে থাকেন। উনার কাছ থেকে ধর্মীয়সহ সকল বিষয়ে সৎ উপদেশ পেয়ে থাকে সবাই। তার আচার-আচরণ, সহমর্মিতা ও ভালবাসায় মুগ্ধ মসজিদ কমিটিসহ স্থানীয় লোকজন। মাওলানা মেরাজুল হক মাগুরা জেলার শিমুলিয়া পৌরসভার মরহুম ইসরাইল মাষ্টারের সন্তান। সর্বগুণে গুণান্বিত এ বরেণ্য আলেম ঢাকার হাজারীবাগ থেকে হেফজ্ ফারাক হন। পরে চট্টগ্রামের মেখল ও হাটহাজারী মাদ্রাসা থেকে মাওলানা পড়াশোনা শেষ করে ১৯৯০ সালের শেষের দিকে আমুয়াকান্দা বাজার জামে মসজিদে নিয়োগপ্রাপ্ত হন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, আমাদের মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকে এরকম ইমাম আর পাইনি। বিগত ৩৩ বছরে কোনো বিষয়ে উনার সিদ্ধান্তের সাথে মসজিদ কমিটির কোনো মতবিরোধ হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD