(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুরে শ্যামল (২৭) নামে এক বালু ও ড্রাম ট্রাক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন আলোকদি গ্রামবাসী। জানা যায়, গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার আলোকদি গ্রামের কাঁচা রাস্তার পাশে একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী শ্যামলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামী মুঞ্জুরুল হক (৩০) সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শ্যামলের হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে ফুলপুর থানা ও উপজেলার সামনে মানববন্ধন করেছেন শ্যামলের গ্রামবাসী। নিহত শ্যামল (২৭) আলোকদি গ্রামের মরহুম হযরত আলী ম্যানেজারের ছোট ছেলে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।