1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

ফুলপুরে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর, ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেলসহ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ফুলপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা তদন্তকালে পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঘটনার সাথে জড়িত আসামী মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী উক্ত চুরির ঘটনায় জড়িত বেশ কিছু চোরদের তথ্য প্রমাণ পাওয়া যায়। পরে মামলার বাদীকে নিয়ে চুরি যাওয়া মোটরসাইকেল ও চোরদের গ্রেফতার অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার মেদনী (বড়ওয়ারী) গ্রামের আবু চান মিয়ার পুত্র আসামী মোঃ আজাদ মিয়া (৩২) কে নিজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। ইতিমধ্যে আসামী গাড়ীটির প্রকৃত ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করে নতুন ইঞ্জিন ও চেসিস নম্বর ফেলে নতুন স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড তৈরী করেছে। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, উভয় আসামীকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত অন‍্যান‍্য আসামীদের গ্রেপ্তার অভিযান অব‍্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD