মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে দা দিয়ে কোপিয়েছে পাষণ্ড স্বামী সুরুজ আলী (৪৮)। জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা গ্রামে দাম্পত্য কলহের জেরে সুরুজ আলী (৪৮) স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) কে বসতঘরে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। পরে নিজেকে দায়ের কুপ থেকে রক্ষার জন্য সুফিয়া দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার সময় তাকে আবারও কুপায় স্বামী সুরুজ আলী। এসময় আহত সুফিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সুরুজ আলী দা নিয়ে পালিয়ে যায়। পরে আহত সুফিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় সুরুজ আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।