1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির কারণে বর্গাকৃত কৃষি ধানের জমি নষ্ট

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১২৫ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রাজারামপুর বিল এর ৩০০বিঘা বর্গাকার ধানের জমি বৃষ্টির কারণে ডুবে নষ্ট।

বিগত কিছুদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জে মুসল ধারে বৃষ্টি হচ্ছে যার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে।

যার মধ্যে একি সারে রাজারামপুর এলাকার ৩০০বিঘা জমি ডুবে নষ্ট হয়ে পড়েছে। একই এলাকার আবদুল মান্নান,তসিকুল ইসলাম ও জাবেদ আলী ৩ কৃষক ই ঠিকাতে নিয়েছে সেই জমি। তাদের ৩জনের এখন মাথায় হাত।জীবিকা নির্বাহের একমাএ পথ ছিল সেই ধানের জমি এখন সেটাও নষ্ট।

সর জমিনে গিয়ে জমি পর্যবেক্ষণ করার পর কৃষক আবদুল মান্নান দৈনিক দেশের কথা কে জানান, আমরা খুব চিন্তিত কারণ এই সব জমি আমাদের নিজেদের নয় আমরা ঠিকা হিসেবে নিয়েছি। জমির মালিকেও তো ধান কিংবা টাকা দিতে হবে। তাছাড়া আমাদের জীবিকা নির্বাহ করার একমাএ পথ এই ধানের জমি। এবং এসব ধান দিয়ে ঠিক মত চালও হবেনা।
তারা এখন সরকার ও প্রশাসনের কাছে সাহায্য প্রার্থী। সরকার ও প্রশাসন এখন তাদের শেষ আস্থা। তাই তারা আমাদের মাধ্যমে সরকার এবং জেলা প্রশাসনের কাছে উকুল আবেদন করে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD