মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ফুলপুর প্রেসক্লাবে বুধবার বিকেলে সাপ্তাহিক ফুলতারা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ফুলতারা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি ক্বারী সুলতান আহম্মেদ, সাপ্তাহিক ফুলতারা পত্রিকার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান আকন্দ, সিনিয়ির সাংবাদিক নজরুল ইসলাম ফকির, মোখছেদুল হক দুলাল, সাংবাদিক আবু রায়হান, আজহারুল ইসলাম, বাহার উদ্দিন, মফিজুল ইসলাম, উজ্জ্বল চৌধুরী, তপু রায়হান রাব্বি, সেলিম রানা, আব্দুর রহমান রনি, নুর হোসেন খান, শাফায়েত উল্লাহ শান্ত প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুবুর রহমানকে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।