(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে জার্সি উপহার প্রদান করা হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার অর্জুনখিলা ফকির বাড়ী স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে ফুটবল খেলার জার্সি গুলো উপহার হিসেবে তুলে দেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, আবু রায়হান, আব্দুর রহমান রনি প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জার্সি গ্রহণ করেন অর্জুনখিলা ফকির বাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহ্ ওলীউল্লাহ্।