(নালিতাবাড়ী প্রতিনিধি) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের ভোগাই নদীর পাড় সংলগ্ন শিমুলতলা গ্রামে ২৩ ডিসেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মোঃ রহমত আলী (৩০) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পঞ্চাশ হাজার (৫০,০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল । এসময় তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।