(নালিতাবাড়ী প্রতিনিধি) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাধু লিওর ধর্মপল্লীতে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে (২৫ ডিসেম্বর) রবিবার খ্রিষ্টভক্তদের মাঝে কেইক বিতরণ এবং অসহায়, দুস্থ ও অশীতিপর বৃদ্ধ খ্রিষ্টভক্তদের মাঝে ১৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি, প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গ্রাম কাউন্সিলের নেতৃবৃন্দ ও অন্যান্য খ্রিষ্টভক্তগণ।