মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) বন্ধু সেজে সম্পর্ক স্থাপন ও অভিনব কায়দায় টাকা চুরির ঘটনায় ২০ ঘন্টার মধ্যে ৩ প্রতারককে গ্রেফতার করে চোরাই টাকা উদ্ধার করলো ফুলপুর থানা পুলিশ। পুলিশি সূত্রে জানা যায়, দীর্ঘ তিন মাস পূর্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাহাদিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ইউনুছ আলী বেপারী (৪৫) এর সাথে গরুর হাটে প্রতারক ইঞ্জিল হকের পরিচয় হয়। প্রতারক ইঞ্জিল হক স্বল্পপুজির গরুর ব্যবসায়ী। পরিচয়ের সুবাদে সে প্রায় সময়ই ইউনুছ আলী বেপারীর মোবাইল নাম্বারে কল দিয়ে কথাবার্তা বলতো এবং তাকে গরুর হাটে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আবদার করতো। ইউনুছ আলী বেপারী সরল বিশ্বাসে ইঞ্জিল হককে প্রায় সময় তার সাথে গরুর হাটে নিয়ে যেতো। গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত অনুমানিক ১২ টার দিকে প্রতারক ইঞ্জিল হক গাজীপুর হতে ইউনুছ আলী বেপারীর ট্রাকে উঠে তার সাথে ট্রাকের বডিতেই ঘুমাতে থাকে। ২৫ ডিসেম্বর রাত ৩ টার দিকে ট্রাকটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে এসে পৌছালে ইউনুছ আলী বেপারী ও অন্যান্য বেপারীগণসহ প্রতারক ইঞ্জিল হক ট্রাকের বড়িতেই ঘুমাতে থাকেন। ভোর ৬ টার সময় ইউনুছ আলী ও অন্যান্য বেপারীগণ ঘুম হতে সজাগ হয়ে দেখেন ট্রাকের বডিতে ইঞ্জিল হক নাই এবং ট্রাকের বডিতে বিছানার নিচে থাকা ইউনুছ আলী বেপারীর টাকাগুলোও নাই। ইউনুছ আলী বেপারী আশেপাশে অনুসন্ধান করে টাকা ও প্রতারক ইঞ্জিল হককে খুজেঁ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এস,আই (নিঃ) মোফাখখির উদ্দিন অত্র মামলার তদন্তভার গ্রহন করেন এবং ২০ ঘন্টার মধ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা এলাকার গহীন চর-এলাকায় অভিযান চালিয়ে ২৬ ডিসেম্বর সোমবার রাত সাড়ে তিন টার সময় প্রতারকচক্রের প্রধান আসামী নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার আতকাপাড়া গ্রামের মৃত কালা চানের পুত্র প্রতারক ইঞ্জিল হক (৬০) ও তার স্ত্রী রুমা বেগম (৪৫) এবং পুত্র জুয়েল মিয়া (১৯) সহ ৩ জনকে গ্রেফতার করেন। এসময় আসামীদের কাছ থেকে বাদী ইউনুছ আলী বেপারীর চোরাই যাওয়া ১২,৭৫,০০০/- (বার লক্ষ পঁচাত্তর হাজার) টাকার মধ্যে নগদ ১২,১০,০০০/- (বার লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামীগণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।