(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হুসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সহ- সভাপতি ক্বারী সুলতান আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ্ মোঃ নাফিউল্লাহ সৈকত, নজরুল ইসলাম ফকির, এম এ মোতালেব, সেলিম রানা, আজাহারুল ইসলাম, তপু রায়হান রাব্বি, আব্দুর রহমান রনি, উজ্জল চৌধুরী, জুয়েল রানা, নূর হোসেন খান, আলমগীর হোসেন, শাজাহান তালুকদার, সঞ্চয় রায় প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা ও সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নব-যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।