মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে (১ জানুয়ারি) রোববার সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠন সভাপতি মোহাম্মদ আকবর আলী আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা গ্রামাউসের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য গবেষক সনৎ কুমার ঘোষ, উদীচী-ময়মনসিংহ, কবি তাছাদ্দুক হোসেন, চলচ্চিত্র পরিচালক, নাট্যকার রাজু খান, ময়মনসিংহ শিল্পকলা একাডেমী, সাইফুদ্দিন আহমেদ মন্টু, তাহমিনা খানম, ফুলপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছড়াকার বিল্লাল মাহমুদ মানিক, ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাঙ্গাল শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুন্নাহার রোজি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শামছুল আলম, সহ-সাংস্কৃতি সম্পাদক কবি-গীতিকার-সুরকার শিল্পী খোকন রায়, জিয়াউল হক মানিক, অর্থ সম্পাদক হাবিবুর রহমান মড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য লিপি চাকলাদার, ফাতেমা আক্তার, টুম্পা চক্রবর্তী, অনুপ চক্রবর্তী ফুল, আব্দুস সালাম, স্বর্ণা চাকলাদার এ্যানি, আফজাল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কেক কাটা, সাহিত্য বিষয়ক আলোচনা, স্মৃতিচারণ, নববর্ষে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।