মোঃ শাফায়েত উল্লাহ্ শান্ত (ভ্রাম্যমাণ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরের বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার ১০৪ তম বার্ষিক বড় সভায় আসার পথে নিখোঁজ হওয়া বৃদ্ধ সুরুজ আলির অর্ধগলিত মৃত দেহ কংশ নদ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, গত ৩০শে ডিসেম্বর শুক্রবার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত ইউসুফ আলির পুত্র সুরুজ আলী (৭০) বালিয়া বড় সভা শুনতে জাহাঙ্গীরপুর মাঝের কান্দায় নিজ জামাতা শাহাদাৎ হোসেনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পর ৬ ই জানুয়ারী শুক্রবার বেলা ১১ টার দিকে বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি কলাপাড়া এলাকার গ্রামবাসী কংস নদে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বওলা ইউনিয়নের রামসোনা এলাকায় কংস নদ হতে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে নিখোঁজ সুরুজ আলীর কন্যা জামাতাগণ এসে লাশ শনাক্ত করে। উল্লেখ্য সুরুজ আলীর কোনো পুত্র সন্তান না থাকায় সে ৪ কন্যার বাড়িতে পালাক্রমে অবস্থান করতেন।