মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে থানা পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। পুলিশি সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর শনিবার বিকালে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল খালেক সঙ্গীয় ফোর্সসহ ফুলপুর পৌরসভাধীন গোদারিয়া গ্রামের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন মসজিদের সামনে ঢাকা টু হালুয়াঘাট মহাসড়কে একটি নীল রংয়ের প্রাইভেটকারকে সন্দেহ হওয়ায় থামানোর চেষ্টা করলে গাড়ীর ড্রাইভারসহ অজ্ঞাতনামা তিনজন আসামী দরজা খুলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশি করে গাড়ীর পিছন দিক হতে একটি হলুদ রংয়ের প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৬৫ (পঁয়ষট্টি) বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে পুলিশ। যার অনুমানিক মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। এসময় কিছু কাগজপত্র ও একটি মোবাইল ফোনসহ প্রাইভেটকারটিকেও আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকার ও আটককৃত কাগজপত্র পর্যালোচনা করে প্রাইভেটকারের মালিক মোঃ মহর আলী (৪২) বলে জানা যায় । এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ্ আল মামুন জানান, অজ্ঞাত পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে ও তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।