(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে (২১ জানুয়ারি) শনিবার বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, এএসপি (ফুলপুর সার্কেল) দিপক চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, ফুলপুর পৌর মেয়র মিঃ শশধর সেন, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলী প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে গ্রাম পুলিশ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পরে পৌর সদরে স্থাপিত ফুলপুর থানার সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।