মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে (২৫ জানুয়ারি) বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, ওসি (তদন্ত) আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর। মেলার স্টলে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।