1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

ফুলপুরে বিট পুলিশিংয়ের উদ্যোগে ২০ বছরের বিরোধ মিমাংসা

সাপ্তাহিক ফুলতারা, (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিংয়ের উদ্যোগে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের মিমাংসা হয়েছে। জানা যায়, উপজেলার বওলা ইউনিয়নের মরহুম হাফিজ উদ্দিন খানের পুত্র মোঃ মোফাজ্জল হোসেন ও মরহুম রহিম উদ্দিন ফকিরের পুত্র আব্দুস সালাম ফকির এবং গিয়াস উদ্দিন গংদের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ বিরোধ চলে আসছিলো। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের উপক্রম হওয়ার সংবাদ পেয়ে (৫ ফেব্রুয়ারী) রোববার ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবীবকে ও সঙ্গীয় এসআই সুমন মিয়াসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে বিট পুলিশিং এর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে তিন পক্ষের মধ্যে চলমান বিরোধ মিমাংসা করেন। এতে এলাকায় জনমনে স্বস্তি ফিরে আসে। এসময় স্থানীয় লোকজন বিট পুলিশিংয়ের এ কার্যক্রমকে সাধুবাদ জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD