1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

ফুলপুরে নব-যোগদানকৃত শিক্ষকদের বরণ ও সংবর্ধনা

সাপ্তাহিক ফুলতারা, (ফুলপুর, ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

গোলাম মোস্তফা (ফুলপুর,ময়মনসিংহ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নব-যোগদানকৃত শিক্ষকদের বরণ ও সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রোকসানা ইয়াসমিন রিটার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান পৌর মেয়র শশধর সেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মোছলেম উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী,ইউপি চেয়ারম্যান দেলোয়ার মুজাহিদ সরকার প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম,আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রমজান আলী সরকার,নির্বাহী সাধারণ সম্পাদক উমর ফারুক বিপিটিএ ফুলপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।উল্লেখ্য ফুলপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন নতুন শিক্ষক যোগদান করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD