(ফুলতারা রিপোর্ট) দৈনিক মানবজমিন পত্রিকার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রতিনিধি ও তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস ও দিলারা আক্তার দম্পতির কনিষ্ঠ কন্যা রাফিয়া আক্তার এ বছরের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন। রাফিয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী। তিনি ভবিষ্যতে শিক্ষক হতে চান। এক প্রতিক্রিয়ায় রাফিয়া বলেন, এই ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করছি। তারপর কলেজের শিক্ষক ও পিতা মাতার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এছাড়া দাদি ও পাড়া প্রতিবেশী এবং সহপাঠীদের আন্তরিক দোয়া ও সহযোগিতার কারণেই এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।তিনি আরো বলেন, ভবিষ্যতে আমি শিক্ষক হয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আমি সকলের দোয়া প্রার্থী।