রফিক বিশ্বাস (তারাকান্দা) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী সোমবার বিদ্যালয় সভা কক্ষে আবুল হোসেন ফকির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক তালুকদার। আরও বক্তব্য রাখেন বহেরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখছেদুল হক,পঙ্গুয়াই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, দুগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, গোয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক ফকির, মাহবুবুর রহমান মোস্তফা, এনায়েত হোসেন ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিন মিয়া।