মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) “বসন্তের ছোঁয়া লাগুক সবার প্রাণে” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে সাহিত্য পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলার নগুয়া গ্রামে “গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা” (গ্রামাউস) এর গিডি প্রকল্পের কার্যালয়ে ফুলপুর সাহিত্য পরিষদ সভাপতি আনন্দমোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আকবর আলী আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ নিগার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের উপদেষ্টা গ্রামাউস নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হক, ইঞ্জিনিয়ার মাহবুবার রহমান আজাদ (রাজ), শামছুন্নাহার রেখা। এসময় সাহিত্য পরিষদের সকল সদস্যবৃন্দ বাসন্তী সাজে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাগুন নিয়ে সাহিত্য, কবিতা, গান, আবৃত্তি ও নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয় পরিবেশন করা হয়।