মিজানুর রহমান সুজন (স্টাফ রিপোর্টার) ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত (১৩ ফেব্রুয়ারী) সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর সানজিদা আলমের তত্বাবধানে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুষ্ঠ ও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান এন ডি সি, পি এস সি সভাপতি, পরিচালনা পর্ষদ ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল ও কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড মোমেনশাহী সেনানিবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহনাজ আক্তার। আরো উপস্থিত ছিলেন সেনানিবাসের বিভিন্ন পদমর্যাদার অফিসার বৃন্দ, অভিভাবক বৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যগণ। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শন, বাংলাদেশ সম্পর্কিত মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা, শিক্ষার্থী, অভিভাবক এবং আগত অতিথিদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে চ্যাম্পিয়ন, রানার আপ হাউজসহ সকল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ফটোসেশানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।