মোঃ শাফায়েত উল্লাহ্ শান্ত (ভ্রাম্যমাণ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া দক্ষিণ-পশ্চিম ও বড়ইকান্দিসহ মোট ৬ গ্রামের মানুষের ভোগান্তি কবে দূর হবে এমনি প্রশ্ন এখন স্থানীয়দের। বালিয়া বাজার থেকে পশ্চিমে তালদিঘি টু মুন্সিহাট মহাসড়ক বেয়ে খাঁ পাড়ার উঠোন ধরে যে রাস্তাটি এক সময় ১৩ বলদের রাস্তা নামে খ্যাত ছিলো সেই রাস্তাটি বিগত ২ যুগ ধরে অবহেলিত। সামান্য বৃষ্টি হলেই এ কাঁচা রাস্তাটিতে পানি জমে থাকে। রাস্তার এ বেহাল দশার কারণে প্রতিদিনই বালিয়া বাজারে চলাচলরত বিভিন্ন যানবাহন ও পথচারীগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তাটি জলাজীর্ণ ও কর্দমাক্ত হওয়ায় নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরও যাতায়াতেও নানান অসুবিধা হচ্ছে। তাছাড়া আশপাশের অপরিকল্পিত ফিসারীজ মালিকদের অসতর্ক মনোভাবের ফলেও রাস্তাটি প্রায় অকেঁজোর পথে৷ রাস্তাটির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন জনপ্রতিনিধিগণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।