নির্বাসিত ফাল্গুন
এসোনা একবার আমার প্রিয় অঞ্জলি দ্বীপে,
যেখানে নির্বাসনে লালিত স্বপ্নগুলো সীমাহিন
বুর্জোয়া বিপ্লবের তান্ডবে ভেঙ্গে তছনছ হয়।
রাবনের ভয়াবহ বিস্ফোরক চিতায় সবুজ উদ্ভিদ
ছাড় খার হয়েছে সাহারা মরুর উত্তপ্ত বালুকায়।
পিপাসিত অস্থির বুকের নিঃশব্দ কাঁপুনির গ্লানিতে
হাবুডুবু খায় কল্পনার লাল নীল চাওয়া পাওয়ারা!
যাযাবর কালো বিড়ালের আগ্রাসন ছড়াছড়ি
স্বপ্নের উদাসী পালিত শিমুল বনে!
তবু বাঁচতে চায় জীবন্ত আত্মারা রহস্যের সন্ধানে
দুটি নদ নদীর মহোনায় লজ্জাবতী সবুজ উদ্ভিদের
রঙ তামাশার বিরর্ণ ধূসর জগৎ……….এ???
মোঃ হারুন-অর-রশিদ তালুকদার,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ।