মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে (২৬ ফেব্রুয়ারী) রোববার সন্ধ্যায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত মহাসচিব ও ময়মনসিংহ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফুলপুরের কৃতি সন্তান বাংলাভিশন ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক অমিত রায়কে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনসহ প্রেসক্লাব সদস্যবৃন্দ।