মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রদর্শনীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন প্রমুখ। প্রদর্শনীতে প্রায় ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়।