মোঃ মিজানুর রহমান আকন্দ (বিশেষ প্রতিনিধি) “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফুলপুর, ময়মনসিংহের আয়োজনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস্ ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, প্রশিক্ষক রাকিবুল হাসান, সহকারী প্রশিক্ষক তরুণ চন্দ্র প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।