1. admin@weeklyphultara.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

ফুলপুরে বয়স্ক মহিলা মাদরাসার সভা

সাপ্তাহিক ফুলতারা (ফুলপুর,ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে / ইপেপার ইপেপার

(ফুলতারা রিপোর্ট) ময়মনসিংহের ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী চেয়ারম্যান বাড়িতে (৪ মার্চ) শনিবার বয়স্ক মহিলা মাদরাসার বার্ষিক মহিলা ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন মহিলা মাদ্রাসা ও মহিলা ধর্মসভার প্রবর্তক জামিয়া কুবরা ও বুশরা মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা মুবাশ্বির হুসাইন কাসেমী সাহেব। সভায় সভাপতির বক্তব্য রাখেন আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব পীরে কামেল হাফিজুল কোরআন হযরত মাওলানা মেরাজুল হক সাহেব। সহ সভাপতির বক্তব্য রাখেন রমিযিয়া মহিলা মাদরাসার মোহতামিম প্রেসক্লাব সহ সভাপতি পীরে কামেল হযরত মাওলানা ক্বারী সুলতান আহম্মাদ ফুলপুরী সাহেব। বিশেষ বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন ঢাকাস্থ রাহেমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজুল কোরআন হযরত মাওলানা লোকমান হোসাইন সাহেব, পাইকপাড়া আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসার মোহতামিম হযরত মাওলানা মুফতী আবু হানিফা সাহেব, হালুয়াঘাট রুস্তমপুর মাদাসার মোহতামিম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সাহেব, গাজীপুর দারুল উলুম উসমানিয়া মাদরাসার শিক্ষক হযরত মাওলানা কাওছার আহমাদ সাহেব। ফুলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়ির প্রাঙ্গণে প্রায় ১০ বছর আগে এলাকার প্রথম বয়স্ক মহিলা মাদরাসা প্রতিষ্ঠা হয়। এতে শতাধিক বয়স্ক মহিলা অধ্যায়নরত রয়েছেন। সেইসাথে সকালে ছোট ছেলে মেয়েদেরও লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এ বছর মাদরাসার ৯ম ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD