হৃদয় আহমেদ (কলমাকান্দা, নেত্রকোনা) নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহ্যবাহী ১৭৮তম চেংগ্নী মেলা শুরু হয়েছে। প্রতিবছর দোলযাত্রা উপলক্ষে এ মেলার আয়োজন করে থাকে পূজা উদযাপন কমিটি। এ উপলক্ষে (৭ মার্চ) মঙ্গলবার উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মানু মজুমদার। তিন দিনব্যাপী এ মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের কয়েকশ দোকানদার হরেক রকমের জিনিস সাজানো ও বিক্রিতে ব্যস্ত সময় পার করেন। নেত্রকোনাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সব বয়সী বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন মেলায় আসেন। পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় হাজং বলেন, আমাদের পূজামণ্ডপে পূজা হয়। মণ্ডপের সামনে বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করে। হাজং সম্পদায়ের বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনে। দোল পূজা উপলক্ষে প্রতি বছরই আমাদের এখানে মেলা বসে।